Full width home advertisement

বাছাই খবর

প্রযুক্তি পরামর্শ

অ্যাপস

Post Page Advertisement [Top]

অতীতের সব রেকর্ড ভেঙে বলিউডে নতুন রেকর্ড গোড়তে চলেছে "থাগস অব হিন্দুস্তান"!

অতীতের সব রেকর্ড ভেঙে বলিউডে  নতুন রেকর্ড গোড়তে চলেছে "থাগস অব হিন্দুস্তান"!

থাগস অব হিন্দুস্তান এ বছরের অন্যতম প্রতিক্ষীত ছবি ।এই ছবিতে একই সঙ্গে অভিনয় করছেন হিন্দি সিনেমার আইকন অমিতাভ বচ্চন এবং বলিউড সুপারস্টার আমির খান। প্রায় ২৫০ কোটি বাজেটের এই ছবিটি বলিউডি ছবির ইতিহাসে অন্যতম সেরা বাজেটের ছবি।

বলিউডের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল আউটডোর শুটিং। প্রায় ২০০ জন ক্রু নিয়ে ৪৫ দিন ইউরোপের দেশ মাল্টায় ছবির কাজ করা হয়। হলিউডের বিখ্যাত টেলিভিশন ধারাবাহিক ‘গেম অব থ্রোন্স’ এর শুটিংও হয়েছিল একই জায়গায়। জলদস্যুর দৃশ্যের জন্য ২৫০টন ওজনের একটি জাহাজও বানানো হয়েছে, যা বলিউডে এর আগে কেউ করেনি।

‘থাগস অব হিন্দুস্তান’ ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন আমির খান, অমিতাভ বচ্চন, ফাতিমা সানা শেখ ও ক্যাটরিনা কাইফ। তাঁদের সবাইকে দেখা যাবে ঠকবাজের ভূমিকায়। এছাড়া ব্রিটিশ অভিনেতা লয়েড ওয়েনকে দেখা যাবে দুর্ধর্ষ পুলিশ কর্মকর্তার চরিত্রে।

বলিউডের চলচ্চিত্র সমালোচকদের অনেকেই মনে করছেন অতীতের অনেক রেকর্ডই ভেঙে দেবে ‘থাগস অব হিন্দুস্তান’। তবে সেটি দেখার জন্য চলতি বছর নভেম্বরের ৭ তারিখ ছবিটি মুক্তি পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শকদের।

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]