Full width home advertisement

বাছাই খবর

প্রযুক্তি পরামর্শ

অ্যাপস

Post Page Advertisement [Top]

বিএড স্কেল পাচ্ছেন স্কুল-কলেজ ও মাদরাসার ১৪০৯ শিক্ষক

বিএড স্কেল পাচ্ছেন স্কুল-কলেজ ও মাদরাসার ১৪০৯ শিক্ষক

স্কুল-কলেজ ও মাদরাসার এক হাজার ৪০৯ জন শিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি। সোমবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত এমপিও কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ শামছুল হুদা সভাপতিত্ব করেন।
বৈঠকে উপস্থিত একজন কর্মকর্তা বলেন, একহাজার ৪০৯ শিক্ষকের মধ্যে বরিশাল অঞ্চলে ২৩৮ জন, চট্টগ্রাম ৭৪, কুমিল্লা ১৬০ জন, ঢাকা ৯৯ জন, খুলনা ২৬৯ জন, ময়মনসিংহ ১৭৪ জন, রাজশাহীত ২১৩ জন, রংপুরে ৯৯ জন এবং সিলেট অঞ্চলে ২৭ জন। বৈঠকে উপস্থিত একজন পরিচালক জানান, ৯১৩ শিক্ষককে এমপিও দেওয়ার কথা থাকলেও শেষ মুহর্তে চার শিক্ষককের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ আসায় ৯০৯ শিক্ষককে এমপিও দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
স্কুল, কলেজ ও মাদরাসার ৯০৯ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলে ৪৭ জন, চট্টগ্রাম ৪২, কুমিল্লা ৬২, ঢাকা ১৪৩, খুলনা ৮৬, ময়মনসিংহ ১৪২, রাজশাহী ৭৭, রংপুর ২৩৭ জন এবং সিলেট অঞ্চলে ১০ জনকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া অফলাইনে আবেদন করা ৬৭ জনকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত হয়। এছাড়াও এক হাজার ২৫২ জনের এমপিও শীটে নানাবিধ সংশোধনী আনার সিদ্ধান্ত হয়।
সভায় অধিদপ্তরের দুজন পরিচালক, মাদ্রাসা অধিদপ্তরের একজন পরিচালক, শিক্ষা অধিদপ্তরের নয় আঞ্চলিক উপ-পরিচালক ও শিক্ষা মন্ত্রণালয়ের তিনজন প্রতিনিধিসহ প্রায় ৩০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তবে অসুস্থতার কারণে এবারের সভায় অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো: মাহাবুবুর রহমান উপস্থিত থাকতে পারেননি।

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]