Full width home advertisement

বাছাই খবর

প্রযুক্তি পরামর্শ

অ্যাপস

Post Page Advertisement [Top]

অবশেষে নাম চূড়ান্ত

অবশেষে নাম চূড়ান্ত
একটি প্রেম দরকার মাননীয় সরকার’ নাম নিয়ে শুটিংয়ের আগেই বেশ আলোচনায় আসে শাকিব খানের চলচ্চিত্রটি। কিন্তু শুটিং শুরুর পর হঠাৎ শোনা যায় নামটি বদলে গেছে। রাখা হয়েছে ‘কালপ্রিট’। কদিন পর আবার শোনা গেছে নাম হলো ‘কমান্ডার’! অবশেষে পরিচালক শাহীন সুমন নিশ্চিত করেন, চলচ্চিত্রটির চূড়ান্ত নাম রাখা হয়েছে ‘একটু প্রেম দরকার’।
পরিচালক জানান, বিভিন্ন গণমাধ্যমে সিনেমার নাম আলাদা এসেছে। কখনো ‘কালপ্রিট’, ‘কমান্ডার’ বা ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ শোনা গেছে। এগুলো কিছুই নয়। চূড়ান্ত নাম ‘একটু প্রেম দরকার’।

ছবিটি নির্মাণ করছে শাপলা মিডিয়া। গত জুন মাসে মহরত অনুষ্ঠিত হয়।

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]