Full width home advertisement

বাছাই খবর

প্রযুক্তি পরামর্শ

অ্যাপস

Post Page Advertisement [Top]

ইন্টারনেট দুনিয়ায় অদ্ভুত চ্যালেঞ্জ

ইন্টারনেট দুনিয়ায় অদ্ভুত চ্যালেঞ্জ
ইন্টারনেট এমন এক দুনিয়া যেখানে সব সময় নতুন নতুন কিছুর আবির্ভাব হয় আর সেটি এক প্রকার ট্রেন্ডে পরিণত হয়ে যায়। অবাক করা বিষয় হচ্ছে ট্রেন্ডগুলো এখন বেশ উদ্ভট আইডিয়ায় পরিণত হয়েছে। 
সম্প্রতি এ তালিকায় যুক্ত হওয়া নতুন চ্যালেঞ্জের নাম ‘ফলিং ডাউন’বা ‘ফলিং স্টারস’।
এ চ্যালেঞ্জটিতে আপনাকে মুখ থুবড়ে পড়ে থাকতে হবে, যেন কোনো জায়গা থেকে আপনি পড়ে গেছেন। কিন্তু বিষয়টি আসলে আগে থেকেই গোছানো থাকে। এই চ্যালেঞ্জের মূল বিষয় হচ্ছে আপনার চারপাশে ছড়িয়ে রাখতে হবে সব দামি জিনিসপত্র। যেন দেখে মনে হয় ব্যাগ থেকে বা আপনার হাত থেকে পড়ে দামি জিনিসগুলোর এই অবস্থা। 
চলতি বছরের আগস্ট মাসে অদ্ভুত এই ইন্টারনেট চ্যালেঞ্জ শুরু হয় রাশিয়াতে।
হ্যাশট্যাগ (#ফলিংস্টার২০১৮) দিয়ে প্রচুর মানুষ ইনস্টাগ্রামে পড়ে যাওয়ার এমন ছবি পোস্ট করে।   
পোস্টগুলোতে দেখা যায় মানুষ বিলাসবহুল গাড়ি, ব্যক্তিগত জেট ও ইয়ট থেকে মুখ থুবড়ে পড়ে যাচ্ছে। 
সাউথ চায়না মর্নিং তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, এই ইন্টারনেট চ্যালেঞ্জের শুরু আগস্টে হলেও চীনে এর জনপ্রিয়তা বেড়েছে সম্প্রতি। এই চ্যালেঞ্জকে অশিষ্টতা বলেই মনে করছেন অনেকে। 
সম্প্রতি ‘কিকি চ্যালেঞ্জ’ নামে আরেকটি চ্যালেঞ্জ ইন্টারনেটে জনপ্রিয়তা পেয়েছে।  এই চ্যালেঞ্জের নিয়ম হলো গাড়ি চলতে চলতে বেরিয়ে এসে নাচ করে আবার ঢুকে পড়া। 
তথ্য ও ছবি সূত্র: ইন্টারনেট 

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]