Full width home advertisement

বাছাই খবর

প্রযুক্তি পরামর্শ

অ্যাপস

Post Page Advertisement [Top]

একেবারে নতুন লুকে অমিতাভ, ছবির নাম....(ভিডিও সহ)

একেবারে নতুন লুকে অমিতাভ, ছবির নাম....(ভিডিও সহ)
আজ তার জন্মদিন। ৭৬-এ পা দিচ্ছেন অমিতাভ বচ্চন। আর এমনই শুভদিনে তার ভক্তদের জন্য বিশেষ উপহার নিয়ে এলেন ‘সাই রা নরসিমা রাও’-এর মেকাররা।
কী সেই গিফট?
আজই ‘সাই রা নরসিমা রাও’ পিরিয়ড ছবিটির পোস্টার টিজার লঞ্চ করলেন ছবির প্রযোজনা সংস্থা। যে ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অমিতাভ বচ্চন। তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়ালম ভাষায় মুক্তি পেতে চলেছে এই ছবি। অমিতাভ বচ্চন ছাড়াও ছবিতে রয়েছেন আরও এক ঝাঁক দক্ষিণী তারকা। রয়েছেন চিরঞ্জীবী, সুদীপ, তামান্না ভাটিয়া, বিজয় সেতুপতি এবং আরও অনেকেই। ছবিতে অমিতাভ বচ্চনের চরিত্রের নাম গুরু গোসাই ভেনকন্না।
দেখুন ‘সাই রা নরসিমা রাও’-এর পোস্টার টিজার।
ভিডিও

              

সিনিয়র বচ্চনের এমন লুক দেখে আর যেন তর সইছে না তার ভক্তদের। যদিও কিছু দিন আগেই এমন বিয়ার্ড লুকে ‘১০২ নট আউট’ ছবিতে দেখা মিলেছিল বলিউডের শাহেনশার। ছবিটির প্রযোজনা করছেন চিরঞ্জীবী পুত্র রাম চরণ।
সাই রা নরসিমা রাও’ তো রয়েইছে। এছাড়াও ট্রেলার সামনে আসার পর থেকেই বিগ বি-র‘থাগস অব হিন্দুস্তান’ ছবিটি নিয়ে দর্শক মহলে উত্তেজনা যেন আরও বেড়েই চলেছে।

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]