Full width home advertisement

বাছাই খবর

প্রযুক্তি পরামর্শ

অ্যাপস

Post Page Advertisement [Top]

পাঁচটি ভিন্ন রঙে বাজারে আসুসের ভিভোবুক 'এস ৫৩০' ল্যাপটপ

পাঁচটি ভিন্ন রঙে বাজারে আসুসের ভিভোবুক 'এস ৫৩০' ল্যাপটপ
পাঁচটি ভিন্ন রঙে আসুস দেশের বাজারে নিয়ে এলো ভিভোবুক এস ৫৩০ ল্যাপটপ। সিলভার ব্লু স্টার গ্রে, আই সাইকেল গোল্ড, ফার্মামেন্ট গ্রিন, এবং গান মেটাল রঙে পাওয়া যাবে ভিভোবুক সিরিজের এই ল্যাপটপটি। এর ফার্মামেন্ট গ্রিনটির কী বোর্ডের চারপাশে একটি কাপড়ের টেক্সচার যুক্ত ফিনিশ আছে, যেখানে আই সাইকেল গোল্ড ব্রাশ ফিনিশ ডিজাইনে তৈরি। 
ল্যাপটপে সহজে টাইপ করার জন্য থাকছে ‘আর্গোলিফট হিঞ্জ’। ল্যাপটপটি ফাস্ট চার্জ সমর্থিত,যার ফলে মাত্র ৪৯ মিনিটেই ৬০ শতাংশ চার্জ হবে। 
ল্যাপটপে রয়েছে জেনুইন উইন্ডোজ ১০ সহ বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট সেন্সর, যা উইন্ডোজ হ্যালো নিরাপত্তা সমর্থন ব্যবস্থা। 
ভিভোবুক 'এস ৫৩০' তে থাকছে ইন্টেলের ৮ম প্রজন্মের শক্তিশালী প্রসেসরসহ ২৪০০বাস স্পিডের ৮ গিগাবাইট ডিডিআর ৪ র‍্যাম। তবে ব্যবহারকারী ১৬ গিগাবাইট পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন।
ল্যাপটপটি ওজনে খুবই হালকা। এর ওজন মাত্র ১.৮ কেজি।  আকারে ছোট হওয়ায় এটি সহজেই ব্যাক প্যাকে বহন করা যায়। 
এতে আরও থাকছে ২গিগাবাইট এর এনভিডিয়া জি-ফোর্স এর এমএক্স ১৩০/ এমএক্স ১৫০ গ্রাফিক্স যা উন্নত গ্রাফিক্স পারফরমেন্স নিশ্চিত করে। স্টোরেজ এ রয়েছে ডুয়েল স্টোরেজ ডিজাইন - ১ টেরাবাইট হার্ডডিস্ক, যা সলিড স্টেট হাইব্রিড অথবা সলিড স্টেট ড্রাইভসহ পাওয়া যাবে।
চলতি মাস থেকেই  সারাদেশে আসুসের এ ল্যাপটপটি পাওয়া যাবে। মাত্র ৪৭,০০০ টাকা থেকে শুরু হয়েছে এর বাজার মূল্য।

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]