Full width home advertisement

বাছাই খবর

প্রযুক্তি পরামর্শ

অ্যাপস

Post Page Advertisement [Top]

তাঁর সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখা ছিল ‘কঠিন ব্যাপার’: ব্যাকহাম

তাঁর সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখা ছিল ‘কঠিন ব্যাপার’: ব্যাকহাম
ইংল্যান্ড দলের সাবেক প্রফেশনাল ফুটবলার ডেভিড ব্যাকহাম তাদের দাম্পত্য জীবন নিয়ে অভিজ্ঞতা শেয়ার করেছেন।
শনিবার সাবেক এই ম্যানচেস্টার ইউনাইটেড তারকা অস্ট্রিলিয়ার সিডনিতে দেশটির ‘চ্যানেল টেন’-এর সঙ্গে এক সাক্ষাৎকারে বিয়ের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন।
তিনি বর্তমানে সিডনিতে রয়েছেন। অক্ষম এবং আহত সৈন্যদের নিয়ে আয়োজিত ইনভিকটাস খেলার একজন দূত হিসেবে সেখানে অবস্থান করছেন তিনি।
তিনি জানান, প্রায় ২০ বছর আগে প্রাক্তন স্পাইস গার্ল ভিক্টোরিয়ার সাথে তার বিবাহ হয়।
এই দীর্ঘ সময় তাদের সম্পর্কে টিকিয়া রাখার বিষয়টি ছিল তার কাছে সবচেয়ে কঠিণ বিষয়। এই কঠিন পরীক্ষায় তিনি সফল হয়েছেন।
১৯৯৯ সালে তাদের মধ্যে বিয়ে হয়। তাদের ঘরে রয়েছে চার সন্তান।
তিনি বলেন, জীবনে ব্যস্ততা থাকবেই এটাই স্বাভাবিক। কিন্তু পরিবারকে সময় দিতে হবে। তাদের জন্য আলাদা সময় বের করতে হবে।
সাবেক এই তারকা বলেন, সম্পর্কের মধ্যে পারস্পরিক মিল থাকতে হবে। একে অপরের সাথে সমন্বয় করে নিতে হবে। আর এর মাধ্যমে যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব।

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]