Full width home advertisement

বাছাই খবর

প্রযুক্তি পরামর্শ

অ্যাপস

Post Page Advertisement [Top]

রিমোর্ট নয়, মন চাইলেই বদলে যাবে টিভি চ্যানেল!

রিমোর্ট নয়, মন চাইলেই বদলে যাবে টিভি চ্যানেল!
টিভি দেখছেন। হুট করেই মনে হলো যে চ্যানেল দেখছিলেন সেটি এখন দেখবেন না। ভাবতেই বদলে গেল চ্যানেল। কাল্পনিক ভাবছেন? কল্পনা নয়, বাস্তবেই এমন এক সফটওয়্যার নিয়ে সামনে এসেছে স্যামসাং। 
অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে নতুন নতুন উদ্ভাবনে বেশ সুনাম আছে স্যামসাংয়ের। এবার ইলেকট্রনিক্স জায়ান্টটি একদম ভিন্ন এক ধরনের সফটওয়্যার নিয়ে কাজ করছে। এ সফটওয়্যারের মাধ্যমে টিভি চলবে নিজ ইচ্ছে শক্তিতে। চাইলেই বদলে ফেলা সম্ভব টিভি চ্যানেল। মস্তিষ্কের সাহায্যে সফটওয়্যারটি ব্যবহার করে এ কাজটি করা যাবে।  
নতুন আর একদম ভিন্নধর্মী এ সফটওয়্যারটি নিয়ে কাজ করছে সুইজারল্যান্ডের একদল গবেষক। সফটওয়্যার তৈরিতে ব্যবহার করা হবে ব্রেইন মনিটরিং সেন্সর ও আই ট্র্যাকিং হার্ডওয়্যার। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে প্রোজেক্ট পন্টিস।
এ সিস্টেমে কোনো রকম হাতের স্পর্শ ছাড়াই চিন্তার মাধ্যমে চ্যানেল পাল্টানো ও ভলিউম বাড়ানো-কমানোর কাজ করা যাবে। 
এ প্রযুক্তি ব্যবহারে আলসেমি করার কোনো সুযোগ নেই। শুধু হাত নেই বা হাত নাড়াতে অক্ষম এমন ব্যক্তিদের কথা মাথায় রেখে সফটওয়্যারটি তৈরি করা হচ্ছে। 
যদিও প্রকল্পটির কাজ এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। ডিভাইসটির প্রোটোটাইপ সংস্করণে আগামী বছর পরীক্ষা-নিরীক্ষা চালাবে স্যামসাং। 
তবে বাণিজ্যিকভাবে এটি বাজারে কবে নাগাদ ছাড়া হবে সে বিষয়ে এখনও কিছু  জানানো হয়নি স্যামসাং এর পক্ষ থেকে। 
 

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]